দালালদের দখলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , নিরব প্রশাসন 210 0
দালালদের দখলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , নিরব প্রশাসন
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতিপয় মহিলা দালালের দখলে। প্রতিদিন নানা ভাবেই হয়রানী ও প্রতারণার শিকার হচ্ছে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আগত শত শত অসহায় নারী পুরুষ। প্রশাসনের নিরব ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে।
৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের প্রাায় পাঁচ লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র আশ্রয়স্থল। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক মানুষ স্বাস্থ্য সেবার জন্য আসে এখানে। আগত অসহায় মানুষদের অধিকাংশ দালালদের খপ্পড়ে পড়ে হয়রানী এবং প্রতারণার শিকার হয় মর্মে একাধিক ভুক্তভোগি জানান। এ সব দালালদের অধিকাংশই মহিলা। তারা হাসপাতাল গেট সংলগ্ন কিছু ডায়াগনস্টিক সেন্টারে অসহায় মানুষদের ফুসলিয়ে নিয়ে গিয়ে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা চড়া মূল্যে করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যায়। এদিকে দালালরা দিন শেষে হাজার পনেরশ টাকা আয় করে প্রফুল্ল চিত্ত্ব বাড়ি ফেরে। স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর এবং গেটের সামনেই চিহ্নিত ও পরিচিত মুখ দালালরা জটলা করে দাঁড়িয়ে থাকলেও প্রশাসনের কোন পদক্ষেপ না থাকায় দিন দিন এদের দৈরত্ব বেড়েই চলছে। এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রহুল আমিন বুলেট অসহায়ত্ব প্রকাশ করে জানান যে তিনি দালালদের সাথে পেড়ে উঠছে না। তবে শ্রীঘ্রই কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এদিকে সচেতন এলাকাবাসী এর প্রতিকার চেয়ে মানববন্ধন কর্মসূচিসহ নানা কর্মসূচি গ্রহণ করবে মর্মে সূত্রে জানা যায়।